×

ICC Cricket World Cup 2015, Bangladesh vs Afghanistan: আফগানিস্তানকে ১০৫ রানে গুঁড়িয়ে বাংলাদেশের শোভাযাত্রা শুরু

এশিয়া কাপের অপমান ভোলেননি শাকিব-তামিম-মুশফিকুররা; এই তো, গত বছরই তাদের মাঠে অপদস্থ করেছিল আফগানিস্তান।

Related articles

Bangladesh were beaten by Afghanistan in last years Asia Cup © Getty Images
Bangladesh were beaten by Afghanistan in last years Asia Cup © Getty Images

এশিয়া কাপের অপমান ভোলেননি শাকিব-তামিম-মুশফিকুররা; এই তো, গত বছরই তাদের মাঠে অপদস্থ করেছিল আফগানিস্তান। সেই হারের দগদগে ঘা এখনও শুকোয়নি; ক্যানবেরায় আজ বদলা নিতে মুখিয়ে ছিল বাংলাদেশ — যা এল শাকিব-মুশফিকুর-মোর্তাজাদের হাত ধরে। এই জয়ের সুবাদে গ্রূপ এ-তে তৃতীয় স্থানে পৌঁছল বাংলাদেশবাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের স্কোর

মোর্তাজা টসে জেতার পর সকালে খানিকটা সাবধানেই শুরু করেছিলেন আনামুল-তামিম। দু’জনেই দ্রুত বিদায় নেওয়ার পর আফগানিস্তান চেপে বসে বাংলাদেশের ব্যাটসম্যানদের ওপর: সৌম্য সরকার ২৫ বলে ২৮ করেন, কিন্তু মাহ্‌মুদউল্লাহ্‌ যখন আউট হন, বাংলাদেশের স্কোর ছিল ২৯.১ ওভারে ১১৯/৪। এই পরিস্থিতিতে আফগানিস্তানের দরকার ছিল আরও দু’-তিনটে উইকেট। বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের লাইভ ব্লগ

এই পরিস্থিতে দলের হাল ধরেন শাকিব (৫১ বলে ৬৩, ৬x৪, ১x৬) ও মুশফিকুর (৫৬ বলে ৭১, ৬x৪, ১x৬), ৯৩ বলে ১১৪ রানের পার্টনারশিপের সাহায্যে। মোর্তাজার ঝটিকা-ইনিংসের ফলে বাংলাদেশ ২৬৭ করে। গত বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ২৮৩ করেছিল বাংলাদেশ; আজকের ২৬৭ তাদের বিশ্বকাপেরর সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয়। হামিদ, শপূর, আফতাব, মিরওয়াইস চারজনেই দুটি করে উইকেট পান।

প্রত্যুত্তরে আফগানিস্তান তাদের প্রথম তিন উইকেট হারায় তিন রানে। নওরোজ, শেনওয়ারি মোর্তাজা-রুবেলদের ঝড় খানিকটা সামলে উঠতে সাহায্য করেন, কিন্তু দু’জনেই পরপর আউট হওয়ায় ফের চাপে পড়ে আফগানিস্তান।

অধিনায়ক নবির সঙ্গে যোগ দেন নাজিবুল্লাহ্‌; ৮৫ বলে যখন ১৩২ বাকি ছিল, মনে হচ্ছিল আফগানিস্তান জিতলেও জিততে পারে, কিন্তু তারা ২৬ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ১০৫ রানের ব্যবধানে পর্যুদস্ত হয়। বিশ্বকাপ ২০১৫র পয়েন্টস টেবল

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ৫০ ওভারে ২৬৭ (শাকিব ৬৩, মুশফিকুর ৭১), আফগানিস্তান ৪২.৫ ওভারে ১৬২ (শেনওয়ারি ৪২, নবি ৪৪; মোর্তাজা ২০ রানে ৩ উইকেট), বাংলাদেশ ১০৫ রানে জয়ী।

trending this week