This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.
বাংলাদেশকে দুরমুশ করে ভারত এশিয়া কাপ জয়ী | Live বাংলা Cricket Score India vs Bangladesh, Asia Cup 2016 IND vs BAN, final T20I at Dhaka
বাংলাদেশ তাদের এশিয়া কাপ শুরু করে ভারতের বিরুদ্ধে হার দিয়ে, কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের প্রত্যেকটি ম্যাচে জিতে নেয়। এইবার জিততে পারলে এটি বাংলাদেশের প্রথম এশিয়া কাপ জয় হবে।
Written by CC liveblog
Published: Mar 06, 2016, 06:21 PM (IST)
Edited: Aug 30, 2016, 07:49 PM (IST)

নমস্কার! Hello and welcome to CricketCountry’s live coverage of the final match of the Asia Cup 2016 between India and Bangladesh. Here you can catch all the updates of the power-packed fixture happening at the Shere Bangla National Stadium, Mirpur, Dhaka, and CricketCountry will bring you all the updates. India have so far been unbeaten throughout the series while Bangladesh were only defeated by India. This is the second time Bangladesh has reached the final of Asia Cup as they had lost it the last time to Pakistan the last time and will be eager to win it this time while India have reached the final for seven times.
Live Cricket Scores | ভারত 122/2 | 7 বল বাকি থাকতে 8 উইকেটে জয়ী | রোহিত শর্মা 1(5) শিখর ধাওয়ান 60(44) বিরাট কোহলি 41*(28) মহেন্দ্র সিং ধোনি 20*(6) | তাস্কিন আমেদ 3-0-14-1 অল্-অমীন হোসেন 2.5-0-30-1 আবু হায়দর 1-0-14-0 শাকিব অল্ হাসান 2-0-26-0 মাশরাফে মোর্তাজা 2-0-16-0 নাসির হোসেন 3-0-22-0 | ম্যান অফ দ্য ম্যাচঃ সৌম্য সরকার । কূলেস্ট প্লেয়র অফ দ্য ম্যাচঃ বিরাট কোহলি । কূলেস্ট প্লেয়র অফ দ্য সিরিজঃ অল্-অমীন হোসেন । ম্যান অফ দ্য ম্যাচঃ শিখর ধাওয়ান । ম্যান অফ দ্য সিরিজঃ সাব্বির রহমান
Live Cricket Scores | ভারত 122/2 | ওভার 13.5 | টার্গেট 121 (15) | কোহলি 41, ধোনি 20 | অল্-অমীন। ছয়! লং অনের ওপর দিয়ে বিশাল ছক্কা, ভয়ঙ্কর জোরে মেরেছেন! এক। অন ড্রাইভ, সিঙ্গল। তিন। স্ট্রেট ড্রাইভ, লং অনে দারুণ ফিল্ডিং মাহমুদের, কিন্তু থ্রো উইকেটে লেগে দূরে চলে যাওয়ায় বাড়তি রান। চার! এক্সট্রা-কভারের ওপর দিয়ে অনায়াসে তুললেন ধোনি! ছয়! ফুলটস, মিড উইকেটের ওপর দিয়ে বিশাআআআআআল শটে ম্যাচ শেষ!
Live Cricket Scores | ভারত 102/2 | ওভার 13 | টার্গেট 121 (15) | কোহলি 38, ধোনি 3 | তাস্কিন। ডট। অল্প শর্ট, ধাওয়ানের পুল স্কোয়্যার লেগ ছাড়াতে পারল না। এক। ডীপ মিড উইকেটে ঠেলে রান। এক। লং অনে ঠেলে রান, একটা বড় শট হয়ত দরকার ভারতের। আউট! ধাওয়ান স্লাইস করেছিলেন, পয়েন্ট থেকে ডানদিকে উড়ে অবিশ্বাস্য ক্যাচ ধরলেন সৌম্য! দুই। ধোনি সপাটে পুল করলেন, অসম্ভব জোরে দৌড়লেন বিরাট, ভারতের একশো! এক। লং অনে অদ্ভুতভাবে ঠেলে রান পেলেন। আউট! শিখর ধাওয়ান কট সৌম্য সরকার বোল্ড তাস্কিন আমেদ 60(44)!
Live Cricket Scores | ভারত 97/1 | ওভার 12 | টার্গেট 121 (15) | ধাওয়ান 59, কোহলি 37 | অল্প শর্ট, পুল করে এক পেলেন ধাওয়ান। চার! স্লগ-সুইপ কোহলির, ক্যাচ ধরতে পারলেন না, অল্-অমীনের সামনে পড়ল, বল সীমানার বাইরে! চার! ফুলটস, গুছিয়ে মারলেন কোহলি মিড উইকেট দিয়ে! এক। মিড উইকেটে ঠেলে রান। চার! প্যাডল-সুইপ করলেন ধাওয়ান, তাস্কিন ঝাঁপিয়ে চেষ্টা করলেন, পারলেন না, অসামান্য চেষ্টা করেছিলেন! এক। লং অফে খেলে রান পেলেন।
Live Cricket Scores | ভারত 82/1 | ওভার 11 | টার্গেট 121 (15) | ধাওয়ান 53, কোহলি 28 | শাকিব। চার! স্লগ সুইপ, ক্যাচ ধরতে পারলেন না, বল সীমানার বাইরে! চার! রিভার্স-সুইপ, দারুণ শট, ধাওয়ানের পঞ্চাশ! ডট। শাকিবের হাতে ফেরত পাঠালেন শিখর। এক। শরীর থেকে দূরে ডীপ পয়েন্টে খেললেন ধাওয়ান। এক। কভারে ঠেলে রান। এক। কানায় লেগে ডীপ পয়েন্টে গেল।
Live Cricket Scores | ভারত 71/1 | ওভার 10 | টার্গেট 121 (15) | ধাওয়ান 43, কোহলি 27 | ডট। ফ্লিক করতে গিয়ে ফসকালেন ধাওয়ান। ডট। আবার ফ্লিক করতে গেলেন, আবার ফসকালেন, বুদ্ধি খাটিয়ে বল করছেন নাসির। এক। সুইপ করলেন ধাওয়ান, ফিল্ডার ছিল। এক। অফ ড্রাইভ করে সিঙ্গল, আবার শিখর। এক। বাইরে বল, ধাওয়ান এগিয়ে এসে মিস করতে গিয়েও কোনওমতে খেললেন ডীপ পয়েন্টে। ডট। রিভার্স সুইপ করতে গিয়ে মিস করলেন বিরাট!
Live Cricket Scores | ভারত 68/1 | ওভার 9 | টার্গেট 121 (15) | ধাওয়ান 41, কোহলি 26 | এক। ডীপ পয়েন্টে মারলেন ধাওয়ান। এক। উইকেটের কাছে, তাও স্টিয়র করে রান পেলেন বিরাট। ছয়! মন্থর বল, তুলে সুইপ করলেন ধাওয়ান, স্কোয়্যারলেগের পেছন দিয়ে তুললেন! এক। থার্ডম্যানে খেললেন। এক। লং অনে খেলে সহজ রান। ডট। নিখুঁত বল, ব্লক করলেন কোহলি।
Live Cricket Scores | ভারত 59/1 | ওভার 8 | টার্গেট 121 (15) | ধাওয়ান 33, কোহলি 25 | নাসির। এক। বিরাটের ব্যাটের কানায় লেগে বল থার্ডম্যানের বাঁদিকে গেল। ডট। প্যাডে লাগল, অ্যাপিল, লেগস্টাম্পের বাইরে যেত। এক। এগিয়ে এসে ডীপ মিড-উইকেটে খেললেন শিখর। ডট। দারুণ কভার-ড্রাইভ কোহলির, ততোধিক ভাল ফিল্ডিং মাহমুদের! এক। মিড উইকেটে মোর্তাজার হাতে ঠেলে দৌড়লেন কোহলি। এক। অফে খেললেন, সুইপার কভারের হাতে।
Live Cricket Scores | ভারত 55/1 | ওভার 7 | টার্গেট 121 (15) | ধাওয়ান 31, কোহলি 23 | মোর্তাজা। এক। ডীপ থার্ডম্যানে স্টিয়র করলেন কোহলি। ডট। অফের বাইরে, ধাওয়ান খোঁচা দিতে গিয়েও দিলেন না, এগিয়ে এসেছেন মুশফিক। এক। অল্প শর্ট, পুল করে রান পেলেন ধাওয়ান, ভারতের পঞ্চাশ। চার! লেগস্টাম্পে মন্থর বল, কবজির মোচড়ে অনায়াস চার! এক। ফ্লিক করে সিঙ্গল পেলেন কোহলি, পঞ্চাশ রানের জুটি! ডট। অল্প কাট করল, মোর্তাজার হাতে ঠেলে দিলেন ধাওয়ান।
Live Cricket Scores | ভারত 48/1 | ওভার 6 | টার্গেট 121 (15) | ধাওয়ান 30, কোহলি 17 | শাকিব। লং-হপ, পুল করলেন কোহলি, বল সীমানার বাইরে! এক। অফ-ড্রাইভ, ধাওয়ানের পালা। চার! অল্প শর্ট, সরে এসে থার্ডম্যান দিয়ে প্লেস করলেন ধাওয়ান! ডট। শাকিবের হাতে ফেরত। দুই। ফ্লিক করলেন ধাওয়ান, খুব সুন্দর দৌড়লেন। চার! আবার লংহপ, এবার পুল করে চার!
Live Cricket Scores | ভারত 33/1 | ওভার 5 | টার্গেট 121 (15) | ধাওয়ান 20, কোহলি 12 | হায়দর। চার! অফে পড়ে বেরিয়ে গেল, ধাওয়ানের খোঁচা সোজা সীমানার বাইরে! স্লিপ, থার্ডম্যান কোথায়, মোর্তাজা? ডট। সোজা মারলেন, নিজেই ধরলেন হায়দর, স্লিপ রেখেছেন এবার মোর্তাজা। এক। লং-অফে ঠেলে রান। চার! এগিয়ে এসে ঝুঁকি নিয়ে তুললেন কোহলি, মিড অফের ওপর দিয়ে উড়ে গেল! এক। মিড অফে ঠেলে সিঙ্গল, ডাইরেক্ট হিট! চার! একটুখানি বাইরে, নিখুঁত স্টিয়র ধাওয়ানের, পাওয়ারপ্লে শেষ!
Live Cricket Scores | ভারত 19/1 | ওভার 4 | টার্গেট 121 (15) | ধাওয়ান 11, কোহলি 7 | ডট। কভারে ঠেললেন ধাওয়ান। ডট। এগিয়ে এসে অন ড্রাইভ করলেন, ঝাঁপ দিয়ে অল্-অমীন নিজেই ধরলেন। চার! ঈষৎ মন্থর, ব্যাকফুটে গ্লান্স করে ফাইন লেগের পাশ দিয়ে মারলেন ধাওয়ান, তাস্কিন ক্লান্ত না থাকলে হয়ত ধরে নিতেন। এক। মিড অফে ঠেলে রান। এক। অফ থেকে ফ্লিক করে স্কোয়্যার লেগ দিয়ে রান পেলেন কোহলি। এক। পুল করেছিলেন, শূন্যে উঠে গেছিল কিন্তু নিরাপদ জমিতে পড়ল।
Live Cricket Scores | ভারত 12/1 | ওভার 3 | টার্গেট 121 (15) | ধাওয়ান 5, কোহলি 5 | ডট। সোজা বল, কোহলি ব্লক করলেন। দুই। ডীপ এক্সট্রা-কভার দিয়ে মারলেন। ডট। অফকাটার, কোহলি ঝুঁকি নিলেন না, তাস্কিন এতটুকু সুযোগ দিচ্ছেন না। ডট। মিড-অনে ঠেললেন। এক। ডিপ পয়েন্ট থেকে রান পেলেন। এক। ফ্লিক করে রান পেলেন ধাওয়ান, অসাধারণ ওভার!
Live Cricket Scores | ভারত 8/1 | ওভার 2 | টার্গেট 121 (15) | ধাওয়ান 4, কোহলি 3 | অল্-অমীন। হালকা সীমের কাজ, পয়েন্টে পুশ করলেন রোহিত। ডট। প্যাডে লাগল, অ্যাপিল করলেন অল্-অমীন, ওপর দিয়ে যেত। আউট! বাইরের বল, রোহিত চালালেন, স্লিপে ক্যাচ! দুই। সপাটে স্কোয়্যারকাট কোহলির, মাহমুদ মিসফিল্ড করলেও ঝাঁপিয়ে বল টেনে নিলেন! এক। পয়েন্টের দিকে পুশ, কল করলেন ধাওয়ান, দারুণ দৌড়লেন। ডট। নিখুঁত ডিফেন্স ধাওয়ানের। আউট! রোহিত শর্মা কট সৌম্য সরকার বোল্ড অল্-অমীন হোসেন 1(5)!
Live Cricket Scores | ভারত 5/0 | ওভার 1 | টার্গেট 121 (15) | রোহিত 1, ধাওয়ান 4 | তাস্কিন। রোহিত হালকাভাবে খেললেন কভার-পয়েন্টে। এক। ডীপ থার্ডম্যানে ঠেলে রান, ধাওয়ান এবার। ডট। প্যাডে লাগল। চার! ব্যাকফুট পাঞ্চ, পয়েন্ট দিয়ে সোজা সীমানার বাইরে! ডট। শর্টপিচ, বুকের কাছে খেললেন ধাওয়ান। ডট। অফের ওপর শর্টপিচ, ধাওয়ান ছেড়ে দিলেন।
Live Cricket Scores | বাংলাদেশ 120/5 | ওভার 15 (15) | সাব্বির 32, মাহমুদউল্লাহ্ 33 | তামিম ইকবাল 13(17) সৌম্য সরকার 14(9) সাব্বির রহমান 32*(29) শাকিব অল্ হাসান 21(16) মুশফিকুর রহিম 4(5) মাশরাফে মোর্তাজা 0(1) মাহমুদউল্লাহ্ 33*(13) | রবিচন্দ্রন অশ্বিন 3-0-14-1 আশিস্ নেহরা 3-0-33-1 জসপ্রীত বুমরা 3-0-13-1 রবীন্দ্র জাদেজা 3-0-25-1 হার্দিক পাণ্ড্য 3-0-35-0
Live Cricket Scores | বাংলাদেশ 120/5 | ওভার 15 (15) | সাব্বির 32, মাহমুদউল্লাহ্ 33 | এক। ইয়র্কার, রান পেয়ে গেলেন সাব্বির। দুই। ডীপ মিড-উইকেটে মেরে জোরে দৌড়লেন, রান আউটের সম্ভাবনা ছিল না। ডট। বাউন্সার, মীরপুরকে হতাশ করে আম্পায়ার ওয়াইড দিলেন না। দুই। আবার ডীপ মিড-উইকেটে। এক। ফুলটস, লং-অনে রান পেলেন। এক। রিভার্স-সুইপ, পয়েন্টে রান পেলেন, শেষ ওভারে মাত্র সাত রান!
Live Cricket Scores | বাংলাদেশ 113/5 | ওভার 14 (15) | সাব্বির 30, মাহমুদউল্লাহ্ 28 | চার! পাণ্ড্য। নিচু ফুলটস, দারুণভাবে তুললেন মাহমুদ, ওয়াইড লং-অফ দিয়ে! ছয়! মিড-উইকেটের ওপর দিয়ে মারলেন, বাংলাদেশের একশো! দুই। লং-অনে ঠেললেন মাহমুদ, প্রাণপণে ছুটলেন সাব্বির! ছয়! লং-অনের ওপর দিয়ে তুললেন মাহমুদ, চূড়ান্ত ফর্মে আছেন! ওয়াইড। লেগের বাইরে! এক। ডীপ মিড উইকেটে রান। এক। ফ্লিক করে রান।
Live Cricket Scores | বাংলাদেশ 92/5 | ওভার 13 (15) | সাব্বির 29, মাহমুদউল্লাহ্ 9 | নেহরা। চার! নিচু ফুলটস, স্কূপ করলেন মাহমুদ, ফাইন লেগের ওপর দিয়ে উড়ে গেল! এক। অফড্রাইভ, সাব্বির এবার। দুই। শর্ট-আর্ম পুল, ফাঁকা মিড-উইকেট দিয়ে। দুই। অসাধারণ ফিল্ডিং পাণ্ড্যর, সুইপার কভারে! শুধু যে ডাইভ দিয়ে বাঁচালেন তাইই না, ভেতরে ছুঁড়েও দিলেন! চার! সজোরে স্ট্রেট ড্রাইভ, বুলেটের মত গেল বল, কেন মাহমুদকে এত নিচে পাঠানো হয়েছে? এক। রাউন্ড দ্য উইকেট এলেন নেহরা, ডীপ এক্সট্রা-কভারে মেরে রান পেলেন।
Live Cricket Scores | বাংলাদেশ 78/5 | ওভার 12 (15) | সাব্বির 24, মাহমুদউল্লাহ্ 0 | জাদেজা। দুই। এগিয়ে এসে মারতে গেলেন সাব্বির, ইনসাইড এজ, জোরে দৌড়লেন। এক। পয়েন্টে খেললেন। এক+আউট! ডীপ মিড-উইকেটে পুশ করে দৌড়লেন মুশফিক, দারুণ থ্রো, মুশফিক ঢুকে গেছিলেন, কিন্তু ব্যাট শূন্যে ছিল! আউট! প্রথম বলে ডীপ মিড-উইকেটে ক্যাচ! মোর্তাজা আউট! দুই। মিড অফে মিসফিল্ডিং, বাড়তি রান দিল ভারত। এক। পয়েন্টে ঠেলে রান। আউট! মুশফিকুর রহিম রান আউট (বিরাট কোহলি) 4(5)! মাশরাফে মোর্তাজা কট বিরাট কোহলি বোল্ড রবীন্দ্র জাদেজা 0(1)!
Live Cricket Scores | বাংলাদেশ 71/3 | ওভার 11 (15) | সাব্বির 18, মুশফিকুর 3 | পাণ্ড্য। সপাটে চালালেন সাব্বির, ইনসাইড এজ হয়ে চার হতে যাচ্ছিল, ঝাঁপিয়ে থামালেন ধোনি! এক। মিড-অফে ঠেলে রান। এক। শর্টপিচ, আপার কাট করতে গেলেন মুশফিক, জমেনি। ডট। হঠাৎ স্লোয়ার, চালিয়ে মিস করলেন সাব্বির। এক। ওয়াইড মিড-অফে মারলেন। ডট। অফ-ড্রাইভ, ঝাঁপিয়ে ধরলেন পাণ্ড্য, দুরন্ত ফিল্ডিং!
Live Cricket Scores | বাংলাদেশ 68/3 | ওভার 10 (15) | সাব্বির 16, মুশফিকুর 2 | অশ্বিন। সুইপ করতে গেলেন শাকিব, অল্প শর্ট, ব্যাটের ওপরে লেগে ফাইন-লেগে ক্যাচ! এক। অন ড্রাইভ করে সহজ রান মুশফিকের। ডট। মিড উইকেটে পুশ। এক। মিড উইকেটে ঠেলে রান। এক। পুল করলেন মুশফিক। এক। ফ্লিক করে স্কোয়্যার-লেগের পাশ দিয়ে রান। আউট! শাকিব অল্ হাসান কট জসপ্রীত বুমরা বোল্ড রবিচন্দ্রন অশ্বিন 21(16)!
Live Cricket Scores | বাংলাদেশ 64/2 | ওভার 9 (15) | সাব্বির 14, শাকিব 21 | এক। আর্ম-বল, খোঁচা ল্যাগে প্যাডে লাগল, জোরদার অ্যাপিল ছিল! দুই। তুললেন শাকিব, ডীপ এক্সট্রা-কভারে গেল। এক। পুল করলেন, এবার স্ট্রাইকে প্যান্থার। এক। ডীপ পয়েন্টে পুশ করে রান। এক। লং অনে ঠেলে সহজ রান। ডট। অফের বাইরে সামান্য দ্রুতগতির বল, মিস করলেন সাব্বির!
Live Cricket Scores | বাংলাদেশ 58/2 | ওভার 8 (15) | সাব্বির 12, শাকিব 17 | পাণ্ড্য। এক। বাউন্সার, পুল করে নামালেন সাব্বির। এক। অন ড্রাইভ, কট-অ্যান্ড-বোল্ড হতে পারতেন শাকিব, অল্প দূর দিয়ে গেল। এক। ফ্লিক করে রান, বাংলাদেশের পঞ্চাশ। চার! দারুণ পুল, প্রায় ছয় হয়ে গেছিল, এই ইইইইইকটুখানি ভেতরে পড়ল। ডট। এগিয়ে এসে পুল করতে গেলেন, মিস করলেন। চার! সরে এসে ফাইন লেগের ওপর দিয়ে মারলেন শাকিব!
Live Cricket Scores | বাংলাদেশ 47/2 | ওভার 7 (15) | সাব্বির 10, শাকিব 8 | জাদেজা। এক। মিড-অনে ফ্লিক। এক। জোরে কাট করলেন, ডীপ পয়েন্টে। চার! এগিয়ে এসে মিড উইকেটের ওপর দিয়ে মারলেন। এক। লং-অনে মেরে রান। চার! অফের ওপরে, বাউন্স করেছিল, কিন্তু নিখুঁত রিভার্স-সুইপ, মুহূর্তে জেগে উঠল মীরপুর! এক। পয়েন্টে ঠেলে রান।
Live Cricket Scores | বাংলাদেশ 35/2 | ওভার 6 (15) | সাব্বির 4, শাকিব 2 | অশ্বিন। এক। গ্লান্স করলেন সাব্বির, অনায়াসে রান। ডট। সোজা বল, মারার জায়গা পেলেন না শাকিব। এক। এক্সট্রা-কভার ড্রাইভ। ওয়াইড। লেগের বাইরে। ডট। রিভার্স-সুইপ, সোজা পয়েন্টের হাতে। এক। গ্লান্স করে সিঙ্গল। এক। মিড অফে ঠেলে ছুটলেন।
Live Cricket Scores | বাংলাদেশ 30/2 | ওভার 5 (15) | সাব্বির 2, শাকিব 0 | এক। রান আউট মিস্ করলেন কোহলি! মেরেই ছুটেছিলেন সাব্বির, কোহলি সোজা মারলে নিশ্চিত আউট হতেন তামিম! এক। মিড অফে মেরে রান! এক। ফ্লিক করে ডীপ স্কোয়্যারলেগে। আউট! ক্রস খেলতে গিয়ে মিস করলেন তামিম, লেগ-বিফোর! ডট। আবার প্যাডে, শাকিব এবার, একটু ওপর দিয়ে যেত। ডট। অফের বাইরে, কাট করতে গিয়ে মিস করলেন শাকিব, পাওয়ারপ্লে শেষ। আউট! তামিম ইকবাল এল বি ডব্লু বোল্ড জসপ্রীত বুমরা 13(17)!
Live Cricket Scores | বাংলাদেশ 27/1 | ওভার 4 (15) | তামিম 12 | ডট। অফের বাইরে, চমৎকার সুইং, তামিম বীট হলেন। চার। অন-দ্য-রাইজ তুললেন তামিম, বল মিড অফের ওপর দিয়ে উড়ে গেল। এক। ব্যাকওয়র্ড পয়েন্টে ঠেলে দৌড়, বেশ জোরে ছুটলেন সৌম্য। চার! এগিয়ে এসে চালালেন সৌম্য, অল্পের জন্য মাথা বাঁচালেন তামিম। চার! সৌম্য সপাটে পুল করলেন, আবার চার! আউট! সৌম্য তুলে মারলেন, টাইমিং হয়নি, মিড অফে লোপ্পা ক্যাচ! আউট! সৌম্য সরকার কট হার্দিক পাণ্ড্য বোল্ড আশিস্ নেহরা 14(9)!
Live Cricket Scores | বাংলাদেশ 14/0 | ওভার 3 (15) | তামিম 7, সৌম্য 6 | বুমরা। ডট। সামনে খেলতে গেলেন তামিম, খোঁচা লেগে প্যাডে লাগল। এক। শর্ট-আর্ম পুল, রান পেলেন, আবার সৌম্য। ডট। অফের বাইরে, ফসকালেন সৌম্য। ডট। অফে বল, ফসকালেন সৌম্য। দুই। ব্যাকফুট পাঞ্চ, লং-অনে, বেশ জোরে দৌড়লেন। ডট। অফের বাইরে পড়ে কেটে ভেতরে ঢুকল, মিস্ করলেন সৌম্য, দারুণ থামালেন ধোনি।
Live Cricket Scores | বাংলাদেশ 11/0 | ওভার 2 (15) | তামিম 6, সৌম্য 4 | নেহরা। চার! প্রথম বল, এগিয়ে এসে ফ্লিক করলেন তামিম, নিখুঁত প্লেসমেন্ট। ওয়াইড। লেগের বাইরে। ডট। অফের বাইরে পড়ে আরেকটু বাইরে বেরিয়ে গেল। ডট। কভারে ড্রাইভ করলেন, ফিল্ডার ছিল। ডট। তামিম এগিয়ে এসেছিলেন, নেহরা শর্টপিচ দিলেন, সোজা ধোনির গ্লাভ্সে। এক। পুল করতে গেলেন তামিম, টপ-এজ, রান পেলেন। ডট। পয়েন্টে খেললেন।
Live Cricket Scores | বাংলাদেশ 5/0 | ওভার 1 (15) | তামিম 1, সৌম্য 4 | অশ্বিন। ডট। ক্যারম বল, তামিম ব্লক করলেন, মৃদু অ্যাপিল। ডট। ফ্লিক করতে গেলেন, থাইপ্যাডে লাগল। ডট। পয়েন্টে খেললেন তামিম। ডট। ব্যাকফুটে ফ্লিক করতে গিয়ে ফসকালেন, প্যাডে লাগল। এক। মিডউইকেটে ফ্লিক করলেন তামিম, বাংলাদেশের প্রথম রান। চার! ফ্লাইটেড, দারুণ কভার ড্রাইভ সৌম্যর!
টসঃ ভারত টসে জিতে ফিল্ডিং করছে। চূড়ান্ত একাদশঃ ভারতঃ ধোনি (অ), ধাওয়ান, রোহিত, কোহলি, যুবরাজ, রায়না, পাণ্ড্য, জাদেজা, অশ্বিন, বুমরা, নেহরা।বাংলাদেশঃ মোর্তাজা (অ), তামিম, সৌম্য, সাব্বির, নাসির, শাকিব, মাহমুদউল্লাহ্, মুশফিকুর, তাস্কিন, অল্-অমীন, হায়দর, তাস্কিন।
সাড়ে নটা (বাংলাদেশ টাইম) খেলা শুরু হবে। পনেরো ওভারের ম্যাচ।
সুখবর। বৃষ্টি থেমে গেছে। রাত পৌনে ন’টায় (বাংলাদেশ টাইম) আম্পায়াররা পরিস্থিতি নিরীক্ষণ করবেন। তারপর খেলা শুরু হতে পারে।
প্রবল ঝড় ও বৃষ্টিতে শের-ই-বাংলার স্কোরবোর্ড ভেঙে পড়েছে।
বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। প্রচুর জল জমে আছে স্টেডিয়ামে।
India’s journey has been exceptionally well so far in the series as they went on defeating Bangladesh, Pakistan, Sri Lanka and United Arab Emirates (UAE) quite comfortably. Virat Kohli has been in one of the best of his forms and turned hero for 2 of the 4 matches while Yuvraj Singh’s comeback to form will be one positive for India irrespective of the result of final match.
অপরপক্ষে বাংলাদেশও চারটি ম্যাচ খেলে কিন্তু অপরাজিত থাকতে পারেনি। বাংলাদেশ তাদের এশিয়া কাপ শুরু করে ভারতের বিপক্ষে হার দিয়ে কিন্তু দারুন ভাবে ঘুরে দাঁড়িয়ে পরের প্রত্যেকটি ম্যাচে জয় অর্জন করে নেয়। বাংলাদেশের হয়ে নজিরবিহীন পারফরমেন্স করেন সাব্বির রহমান। সাব্বির এখনো অবধি সর্বাধিক নিজস্ব রানের ভিত্তিতে পঞ্চম স্থানে রয়েছেন এবং তারপরেই রয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। বাংলাদেশের ফাইনাল-যাত্রার অপর কারিগর হলেন আল-আমিন হোসেন যিনি এখনো পর্যন্ত চারটি ম্যাচে দশটি উইকেট নিয়েছেন।
Sqauds:
India: Mashrafe Mortaza(c), Abu Hider, Al-Amin Hossain, Arafat Sunny, Imrul Kayes, Mahmudullah, Mohammad Mithun, Mushfiqur Rahim(wk), Nasir Hossain, Nurul Hasan, Sabbir Rahman, Shakib Al Hasan, Soumya Sarkar, Tamim Iqbal, Taskin Ahmed
TRENDING NOW
Bangladesh: MS Dhoni(c&wk), Ravichandran Ashwin, Jasprit Bumrah, Shikhar Dhawan, Harbhajan Singh, Ravindra Jadeja, Virat Kohli, Bhuvneshwar Kumar, Pawan Negi, Ashish Nehra, Hardik Pandya, Parthiv Patel(wk), Ajinkya Rahane, Suresh Raina, Rohit Sharma, Yuvraj Singh