×

বাংলাদেশ (Bangladesh) vs নেপাল (Afghanistan) ICC World T20 2014 Live Cricket Score: ২৭ বল বাকি থাকতে বাংলাদেশ ৮ উইকেটে জয়ী

        মার্চ ১৮, ২০১৪   লাইভ স্কোরকার্ডের জন্য এখানে ক্লিক করুন   বাংলা পড়তে অসুবিধে হলে অভ্র কীবোর্ড ব্যবহার করুন     (বাংলাদেশ বনাম নেপালের খেলা আজ। আফগানিস্তানের বিরুদ্ধে হংকং  রীতিমত লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। নেপাল আজ একইরকম প্রতিরোধ গড়ে তুলতে পারবে কি? আজকের ম্যাচ জিতলে মূলপর্বে যাওয়া বাংলাদেশের পক্ষে সহজ হয়ে...

user-circle cricketcountry.com Written by Cricket Country Staff
Published: Mar 18, 2014, 06:48 PM (IST)
Edited: Aug 31, 2016, 10:24 AM (IST)

 

ব্যাটে-বলে দুর্দান্ত শাকিব। © AFP (File Photo)
ব্যাটে-বলে দুর্দান্ত শাকিব। © AFP (File Photo)

 

 

 

মার্চ ১৮, ২০১৪

 

লাইভ স্কোরকার্ডের জন্য এখানে ক্লিক করুন

 

বাংলা পড়তে অসুবিধে হলে অভ্র কীবোর্ড ব্যবহার করুন

 

 

(বাংলাদেশ বনাম নেপালের খেলা আজ। আফগানিস্তানের বিরুদ্ধে হংকং  রীতিমত লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। নেপাল আজ একইরকম প্রতিরোধ গড়ে তুলতে পারবে কি? আজকের ম্যাচ জিতলে মূলপর্বে যাওয়া বাংলাদেশের পক্ষে সহজ হয়ে যাবে।)

 

পরপর দুটো ম্যাচ জিতে বাংলাদেশ ‘এ’গ্রূপের শীর্ষে। বাংলাদেশের পরের ম্যাচে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। 

 

 
অল্‌-অমীন ম্যান অফ দ্য ম্যাচ।
 

 

 

 

 

 
সোমপাল ২-০-২১-০ খড়কা ৩-০-২৩-০ গৌশান ৪-০-৪০-০ মুখিয়া ২-০-১৬-০ রেগমি ৩-০-১৪-১ পুন ১.৩-০-১৬-০
 

 

 

 
অনায়াস জয় বাংলাদেশের।
 

 

 

ছয়! খেলা শেষ!

 

চার! স্ট্রেটড্রাইভ সীমানার বাইরে!

 

 
আর পাঁচ রান বাকি!
 

 

 

ছয়! আবার সীমানার বাইরে! এই ওভারেই শেষ হবে খেলা?

 

ছয়! এবার শাকিব গ্যালারিতে পাঠালেন!

 

ছয়! গৌশানের বল শাব্বির গ্যালিরতে পাঠালেন!

 

 
বাংলাদেশের একশো!
 

 

 

গৌশান শাব্বিরের সহজ ক্যাচ ফেলে দিলেন।

 

 

 
 
 

 

 

 
ভাল বল করছিলেন রেগমি, কিন্তু ওভারের শেষ বলে শাকিব ছয় মারলেন।
 

 

 

ছয়! এগিয়ে এসে লংঅনের ওপর দিয়ে অনায়াসে!

 

 
উইকেট পড়লেও বাংলাদেশের অনায়াসে জেতা উচিত।
 

 

 

 
পয়েন্টে ঠেলে রান নেওয়ার চেষ্টা করলেন আনামুল, কিন্তু শাব্বির আদৌ বেরোন নি ক্রিজ ছেড়ে। দু’জনে একপ্রান্তে পৌঁছতেই রান আউট!
 
আউট! আনামুল রান আউট ৪২(৩৩)!

 

 

 

 

চার! কভারের মাথার ওপর দিয়ে আনামুল সপাটে মারলেন!

 

আর দশ ওভারে বাহান্ন রান বাকি।

 

 
 
 

 

 

 

 

 
দুটো চার, বাংলাদেশ জয়ের পথে!
 

 

 

 

চার! নিখুঁত স্কোয়্যারকাট আনামুলের!

 

চার! শাব্বির এগিয়ে এসে টেনিসের ফোরহ্যান্ডের মত মারলেন, বোলারের ডানদিক দিয়ে চার!

 

 
 
 

 

 

 
তামিম এগিয়ে এসে মারতে গেলেন, কিন্তু ব্যাটের কানায় লেগে সোজা থার্ডম্যানে ক্যাচ!
 
আউট! তামিম কট পুন বোল্ড রেগমি ৩০(২২)

 

 

 
 
 

 

 

 
বাংলাদেশের পঞ্চাশ!
 

 

 

চার! এগিয়ে এসে কভার ড্রাইভ!

 

ছয়! তামিম এগিয়ে এসে খড়কার বল লংঅনের ওপর দিয়ে তুলে মারলেন!

 

তামিম থিতু হলেও আনামুল দুর্দান্ত ফর্মে। নেপালের উইকেট দরকার।

 

 

চার! অনবদ্য স্কোয়্যার-কাট আমানুলের!

 

চার! বলের পিচে না পৌঁছেও অফ-ড্রাইভ করলেন আমানুল; মিড-অফের ওপর দিয়ে চার!

 

গৌশান এবার। হংকং এর বিরুদ্ধে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন।

 

 
 
 

 

 

চার! শর্টপিচ, তামিম অনায়াসে চার মারলেন পয়েন্ট দিয়ে!

 

 
তামিম হাত খোলেননি, কিন্তু তাতেও বাংলাদেশের আক্রমণাত্মক শুরু। ১০২ বলে ১০২ রান বাকি।
 

 

 

ছয়! আবার শর্টপিচ, আবার পুল!

 

 

 

 
বিধ্বংসী শুরু বাংলাদেশের!
 

 

 

চার! নিখুঁত স্কোয়্যারকাট!

 

ছয়! মোক্ষম পুল আনামুলের!

 

মোর্তাজা ৪-০-২৩-১ অল্‌-অমীন ৪-০-১৭-২ রেজা ৩-০-২৭-১ শাকিব ৪-০-২২-০ নাসির ৩-০-২২-০ রজ্জাক ২-০-১২-০

 

 

 
খড়কা ও বেসবকর ভাল ব্যাট করলেও নেপালের আরও কিছু রান দরকার ছিল। মাঠে যে পরিমাণে শিশির আছে, বাংলাদেশের জিততে অসুবিধে হওয়ার কথা নয়।
 

 

 

 
ভাণ্ডারী প্রত্যেক বলে অন্ধভাবে চালাতে গেলেন, কিন্তু একবারও লাগাতে পারলেন না। শেষ বলে বাই নিতে গিয়ে রান আউট।
 
আউট! বেসবকর রান আউট ৪০(৪৩)!

 

 

ফাইন লেগ ফাঁকা ছিল, খড়কা সরে এসে মারতে গেলেন, কিন্তু ফসকালেন। সময়োপযোগী, অধিনায়কোচিত ইনিংস।
আউট! খড়কা বোল্ড মোর্তাজা ৪১(৩৫)!

 

 

 

 

মোর্তাজা রান আউট মিস্‌ করলেন! সরাসরি থ্রোয় খড়কা নিশ্চিতভাবে আউট হতেন!

 

 
যে কোনও উইকেটে নেপালের সর্বোচ্চ জুটি!
 

 

 

 

 

 

 

 

 

চার! সরে এসে থার্ডম্যানের ওপর দিয়ে!

 

 
দারুণ বল করলেন রজ্জাক আর দু’ওভার।
 

 

 

চার! খড়কার নিখুঁত কভার-ড্রাইভ!

 

 
অবশেষে নেপাল ঝুঁকি নিতে শুরু করেছে। দুর্দান্ত ব্যাটিং!
 

 

 

চার! আবার চার! অফের বাইরে বল, পয়েন্টের পাশ দিয়ে দুর্দান্ত শট!

 

চার! বেসবকর অফের বাইরে সরে এসে ফাইন-লেগ দিয়ে তুলে দিলেন! নেপালের একশো!

 

চার! সপাটে এক্সট্রা-কভার ড্রাইভ খড়কার!

 

 
খড়কা-বেসবকরের পঞ্চাশ রানের জুটি। নেপালকে এবার একটু ঝুঁকি নিতেই হবে।
 

 

 

 
 
 

 

 

চার! বেসবকরের ব্যাটের কানায় লেগে!

 

 
আবার দুর্দান্ত ওভার শাকিবের।
 

 

 

এগিয়ে এসে মারতে গেলেন বেসবকর, কিন্তু মুশফিকুর স্টাম্পিং ফসকালেন। বল অবশ্য নিচু হয়েছিল।

 

রান আটকাতে শাকিব এবার ওভার দ্য উইকেট…

 

 
আস্তে আস্তে নিজেকে মেলে ধরছেন খড়কা।
 

 

 

 

 

চার! থার্ডম্যানে স্টিয়ার করে!

 

চার! নাসিরের বলে খড়কার অনবদ্য ফ্লিক। রয় ডায়াসের শিষ্য খড়কা, কবজির মোচড়ের ধরনও ডায়াসের মতই।

 

 
শাকিব অত্যন্ত মাথা খাটিয়ে বল করছেন, গতির সূক্ষ্ম বৈচিত্র্য এনে।
 

 

 

 
বুদ্ধিদীপ্ত বোলিং রজ্জাকের। এবার রানের গতি বাড়ানো উচিত নেপালের।
 

 

 

মাঠে অত্যধিক শিশির। মাটি ঘষে ত্রিপল ঘষে খানিকটা কমানোর চেষ্টা চলছে।

 

 
টানটান বোলিং নাসিরের।
 

 

 

মাঠে শিশির থাকায় নাসির হোসেনকে মিডিয়ম-পেস করতে ডাকলেন মুশফিকুর।

 

 
 
 

 

 

চার! অল্‌-অমীন সামান্য শর্টপিচ বল করতেই বেসবকর পুল করলেন ফাঁকা মিডউইকেট দিয়ে!

 

 
 
 

 

 

চার! অসাধারণ কভার-ড্রাইভে খড়কার চার!

 

 
এক ওভারে দু’উইকেট। ম্যাচের পরিণাম কি এই ওভারেই নির্ধারিত হয়ে গেল?
 

 

 

 
অফকাটার সোজা সামনের প্যাডে লাগতেই রড টাকারের তর্জনী উঠে গেল।
 
আউট! মল্ল এল-বি-ডবলিউ অল্‌-অমীন ১৩(৬)

 

 

 
টাইমিং হয়নি, তাই সোজা শর্ট কভারে ক্যাচ!
 
আউট! পুন কট শাকিব বোল্ড অল্‌-অমীন ১২(১৯)!

 

 

 
পাওয়ারপ্লে শেষ।
 

 

 

চার! ওভারপিচ করলে শাকিব, লেগের বাইরে সরে এসে জ্ঞানেন্দ্র মল্ল সোজা তুলে মারলেন এক্সট্রা কভারের ওপর দিয়ে!

 

মীরপুরের থেকে চট্টগ্রামের উইকেটের চরিত্র আলাদা। ঘাস বেশি, বাউন্স বেশি, কিন্তু স্পিন কম।

 

পাওয়ারপ্লেতেই মুশফিকুর শাকিবকে আনলেন।

 

 
নেপাল মন্দ শুরু করেনি, কিন্তু স্পিনারদের খেলতে পারবে কি?
 

 

 

চার! পুন ক্রসব্যাটে চালালেন, বল ব্যাটের মাঝখানে না লাগলেও মিডউইকেট দিয়ে সীমানার বাইরে!

 

 
রেজার বল তুলে মারার চেষ্টা করলেন খাকুরেল, কিন্তু বল আদৌ ব্যাটের মাঝখানে লাগেনি। বল সোজা মিড-অফে রজ্জাকের হাতে।
 
আউট! খাকুরেল কট রজ্জাক বোল্ড রেজা ৮(১৩)!

 

 

উঁচু স্ট্রেট ড্রাইভ করলেন খাকুরেল, কিন্তু বল ফাঁকা জমিতে পড়ল। দুই।

 

 
পুন চার মেরে থাকলেও এখনও অবধি বেশ অসহায় দেখাচ্ছে। মোর্তাজা আর অল্‌-অমীন পিচের বাউন্সকে সুন্দরভাবে ব্যবহার করছেন।
 

 

 

 
 
 

 

 

 

 

আবার ওয়াইড। মাথার অনেক ওপর দিয়ে।

 

চার! অল্‌-অমীন অফের বাইরে ওভারপিচ করতেই পুন সপাটে তুলে মারলেন একস্ট্রা-কভারের ওপর দিয়ে।

 

পরপর দুটো ওয়াইড অল্‌-অমীনের। পিচে গতি বাউন্স দুইই আছে, ঠিকঠাক লাইন-লেন্থ রাখতে পারলে বোলারদের সাহায্য পাওয়া উচিত।

 

 
দুর্দান্ত ওভার মোর্তাজার। উইকেট পেতে পারতেন; শেষ দুটো বল পুনের ব্যাটের খুব অল্প দূর দিয়ে যায়।
 

 

 

 

মোর্তাজার বলে ফ্লিক করতে চেয়েছিলেন খাকুরেল, কিন্তু কানায় লেগে বল কভারের ওপর দিয়ে উড়ে যায়। দু’রান দিয়ে নেপাল শুরু করল।

 

বাংলাদেশ: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, আনামুল হক, শাকিব অল্‌ হাসান, শাব্বির রহমান, নাসির হোসেন, মহম্মদ মাহ্‌মুদউল্লাহ্‌, ফরহাদ রেজা, মশরফে মোর্তাজা, অল্‌-অমীন হোসেন, আব্দুর রজ্জাক।
নেপাল: পরশ খড়্‌কা, সুবাস খাকুরেল, সাগর পুন, জ্ঞানেন্দ্র মল্ল, বিনোদ ভাণ্ডারী, শরদ বেসবকর, বসন্ত রেগমি, নরেশ বুদয়ার, শক্তি গৌশান, সোমপাল কামি, জিতেন্দ্র মুখিয়া।

 

বাংলাদেশ টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে।

 

 

 

TRENDING NOW

ক্রিকেটকান্ট্রির অনলাইন ধারাভাষ্যে আমি, অভিষেক, আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ আর নেপাল উভয়েই তাদের আগের খেলা জিততে সক্ষম হয়েছে। আজ চট্টগ্রামে এই ম্যাচে যেই জিতুক, মূলপর্বের দিকে সে এক ধাপ এগিয়ে যাবে।