বাংলাদেশ (Bangladesh) vs আফগানিস্তান (Afghanistan) ICC World T20 2014 Live Cricket Score: ৪৮ বল হাতে রেখে বাংলাদেশ ন’উইকেটে জয়ী
বাংলাদেশ (Bangladesh) vs আফগানিস্তান (Afghanistan) ICC World T20 2014 Live Cricket Score: ৪৮ বল হাতে রেখে বাংলাদেশ ন’উইকেটে জয়ী
মার্চ ১৬, ২০১৪ লাইভ স্কোরকার্ডের জন্য এখানে ক্লিক করুন বাংলা পড়তে অসুবিধে হলে অভ্র কীবোর্ড ব্যবহার করুন আইসিসি বিশ্ব টি২০ প্রতিযোগিতার প্রথম ম্যাচে মীরপুরে আমি অভিষেক মুখার্জি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের বিজয়ী দলের মূলপর্বে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। নিজের দেশে সমর্থকদের সামনে বাংলাদেশকে হারানো রীতিমত শক্ত, বিশেষতঃ তাদের আক্রমণাত্মক ব্যাটিং আর...
Written by Cricket Country Staff Published: Mar 16, 2014, 02:54 PM (IST) Edited: Aug 31, 2016, 10:25 AM (IST)
আইসিসি বিশ্ব টি২০ প্রতিযোগিতার প্রথম ম্যাচে মীরপুরে আমি অভিষেক মুখার্জি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের বিজয়ী দলের মূলপর্বে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। নিজের দেশে সমর্থকদের সামনে বাংলাদেশকে হারানো রীতিমত শক্ত, বিশেষতঃ তাদের আক্রমণাত্মক ব্যাটিং আর এই পিচের জন্য আদর্শ বোলিংএর জন্য। আফগানিস্তান এশিয়া কাপে বাংলাদেশকে সদ্য হারিয়ে থাকলেও আজ তাদের শূন্য থেকে শুরু করতে হবে।
_______________________________
আজকের মত এইটুকুই। বাংলাদেশের পরের ম্যাচ পরশু নেপালের বিরুদ্ধে। সেদিন আবার অনলাইন ধারাভাষ্য নিয়ে আমি, অভিষেক, আপনাদের সঙ্গে থাকব।
সুন্দর ওভার। শেষ বলে রান আউটের সম্ভাবনা ছিল, হয়নি।
প্রতিযোগিতার প্রথম বল অফস্টাম্পের বাইরে ওভারপিচ, শহজাদ শরীর থেকে অনেক দূরে মারলেন, মিড-অফ থেকে দৌড়ে গিয়ে মাহ্মুদউল্লাহ্ দারুণ ক্যাচ ধরলেন। কভারের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা ছিল।
This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.
Strictly Necessary Cookies
Strictly Necessary Cookie should be enabled at all times so that we can save your preferences for cookie settings.
If you disable this cookie, we will not be able to save your preferences. This means that every time you visit this website you will need to enable or disable cookies again.