×

India vs Bangladesh 2014 3rd ODI at Dhaka Live Cricket Score in Bengali: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত

Catch Live scores and live updates of the India vs Bangladesh third ODI here.

user-circle cricketcountry.com Written by Abhishek Mukherjee
Published: Jun 19, 2014, 12:04 PM (IST)
Edited: Aug 31, 2016, 10:36 AM (IST)

© AFP
ভারত ২-০ ব্যবধানে এগিয়ে ইতিমধ্যেই সিরিজে এগিয়ে © AFP

 

লাইভ স্কোরকার্ডের জন্য এখানে ক্লিক করুন

ভারত ইতিমধ্যেই ২-০ এগিয়ে থাকার বাবদ সিরিজ জিতে গেছে। দেখা যাক্‌, আজ তারা রিজার্ভ বেঞ্চের বাকিদের খেলাতে চায়, না ৩-০র জন্য ঝাঁপায়। বাংলাদেশ হারলেও তরুণ তুর্কি তাস্কিন আমেদ আর মিঠুন আলির পার্ফরমেন্সে হয়ত খানিকটা আশার আলো দেখিয়েছে। আজ জিতলে তাদের খানিকটা সম্মানরক্ষা হবে।

 

 

 

 

 

শুরু হলে বাংলাদেশকে ২০ ওভারে ৮০ করতে হবে।

 

 

উথাপ্পা ৫ রাহানে ৩ পূজারা ২৭ রাইডু ১ তিওয়ারি ২ রায়না ২৫ সাহা ২১ বিনি ২৫* অক্ষর ১ মোহিত ১ উমেশ ০*
মোর্তাজা ৮-১-২৫-১ অল্‌-অমীন ৬-১-২৩-২ তাস্কিন ৮-১-১৫-২ শাকিব ৭.২-০-২৭-৩ নাসির ২-০-১৪-০ সোহাগ ২-০-৭-১ মাহমুদউল্লাহ্‌ ১-০-৫-০

 

 

ডট। ব্লক করলেন বিনি, মনে হয় না উমেশকে সুযোগ দেবেন। ডট। সামনের পায়ে লাগল, শাকিব আবেদন করলেন, বাইরে লাগত, আবার বৃষ্টি, আবার খেলা বন্ধ!

 

 

ডট। ফ্লিক করলেন। এক। ফ্লিক করলেন বিনি, চার বল খেলতে পারবেন মোহিত? ডট। ব্লক করলেন, আরও তিন বল। আউট! মিস করলেন মোহিত, প্যাডে লাগল, ধর্মসেনা আঙুল তুলে দিলেন! ডট! নট আউট! উমেশ এক বল টিকলেন, বীট হলেন, মুশফিকুর বেল তুলে নিলেন, স্পষ্ট আউট ছিলেন উমেশ কেন দিলেন না? ডট। ব্লক করলেন।
আউট! মোহিত লেগ-বিফোর বোল্ড সোহাগ ১(১৩)!

 

 

চার! মাহমুদউল্লাহ্‌র প্রথম বল লং-হপ, সপাটে পুল করলেন বিনি, চার! ডট। মিস করলেন। ডট। ব্লক করলেন। ডট। কাট করতে গিয়ে ফসকালেন। এক। অনড্রাইভ করলেন। ডট। মোহিত বীট হলেন।

 

 

ডট। সোহাগের বল সোজা উইকেটে, বিনি ব্লক করলেন। চার! ফাইন লেগ ভেতরে ছিল, ব্যাকফূটে গ্লান্স করলেন বিনি! ডট। আলতো করে মিড অনে ঠেললেন। ওয়াইড। লেগের বাইরে। ডট। মিড উইকেটে খেললেন। এক। আবার মিড উইকেটে। ডট। মোহিতও মিড উইকেটেই খেললেন।

 

 

ডট। বিনি মিস করলেন, প্যাডে লাগল। এক। অনড্রাইভ করলেন। এক। এগিয়ে এসে অফড্রাইভ করলেন। ডট। বিনি চালালেন, বল অনেকটা ঘুরল, মিস্‌ করলেন। এক। লেগস্টাম্পে ওভারপিচ, ফ্লিক করে সিঙ্গল। ডট। মোহিত ব্লক করলেন।

 

 

ডট। জায়গায় দাঁড়িয়ে কাট করতে গিয়ে মিস করলেন। ডট। বাইরের বল, অনেকটা লাফাল, ছেড়ে দিলেন। ডট। সোজা পয়েন্টে। এক। হঠাৎ গতি কমালেন তাস্কিন, বিনির কভারড্রাইভ লেগের দিকে গেল। ডট। হঠাৎ ঢুকে এল, বীট হলেন মোহিত। ডট। লেগকাটার, আবার বীট হলেন, তাস্কিন ৮-১-১৫-২

 

 

ডট। সুইপ করতে গেলেন, বল অনেকটা ঘুরেছিল, ব্যাটে লাগেনি। ওয়াইড। লেগের বাইরে। ডট। ফ্লাইট করালেন শাকিব, বিনি খেলতে গেলেন, বীট হলেন। চার! কভারের ওপর দিয়ে তুলে মারলেন বিনি! ডট। কভারে সোজা মারলেন। এক। একস্ট্রা-কভার দিয়ে খেললেন। ডট। দ্রুতগতির বল, মোহিত ব্লক করলেন।

 

 

ডট। ব্যাকফূটে খেললেন, প্যাডে লেগেছিল, কিন্তু ওপর দিয়ে যেত। আউট! শরীর থেকে অনেক দূরে খেললেন অক্ষর, খোঁচা লেগে সোজা মুশফিকুরের গ্লাভসে! ডট। অফের বাইরে, ছেড়ে দিলেন। ডট। আরো বাইরে, কিন্তু এবার খেলতে গেলেন, বীট হলেন। ডট। আবার পা না নাড়িয়ে খেলতে গেলেন, আবার বীট। ডট। অফের বাইরে, ছেড়ে দিলেন, উইকেট-মেডেন তাস্কিনের
আউট! অক্ষর কট মুশফিকুর বোল্ড তাস্কিন ১(৩)!

 

 

আউট! পেছনের পায়ে লাগল, একটু ওপরের দিকে হলেও আম্পায়ার আবেদনে সাড়া দিলেন, হয়ত সামান্য ওপর দিয়ে যেত। এক। অক্ষর সুইপ করলেন। ডট। ব্লক করলেন। এক। অন ড্রাইভ করলেন। দুই। ডীপ একস্ট্রা-কভারে খেললেন। চার! লং-হপ, স্কোয়্যারকাট, দারুণ শট!
আউট! পূজারা লেগ-বিফোর বোল্ড শাকিব ২৭(৬৩)!

 

 

ডট। ফিরে এলেন তাস্কিন, বাইরের বল, পূজারা ছাড়লেন। ডট। ব্লক করলেন। এক। কাট করতে গেলেন, বল একটু দ্রুত এল, থার্ডম্যানে। ডট। গালিতে। ডট। থার্ডম্যানে খেলতে গিয়ে বীট হলেন। ডট। সজোরে চালাতে গেলেন পয়েন্টের দিকে, আবার ফসকালেন।

 

 

এক। কভারে ঠেলেই দৌড়লেন পূজারা। ডট। কাট করলেন, কিন্তু ফিল্ডারের হাতে। দুই। লং-হপ, ব্যাকফূটে এক্সট্রা-কভার ড্রাইভ। ওয়াইড। ওভারপিচ, লেগের বাইরে। আউট! অফের বাইরে শর্টপিচ, ঋদ্ধি ভেবেছিলেন ঘুরবে, কাট করতে গেছিলেন; বল আদৌ ঘোরেনি, সোজা মিডলস্টাম্পে! ডট। খোঁচা লেগে স্লিপে গেল, নাসির ধরেছিলেন, সজোরে অ্যাপীল, কিন্তু অনেকবার দেখার পর আনিসুর রহমান বেনিফিট অফ ডাউট দিলেন। ডট। অনড্রাইভ করলেন বিনি।
আউট! সাহা বোল্ড শাকিব ১৬(২১)!

 

 

ডট। অফের বাইরে, ব্লক করলেন। চার! লং-হপ, অফের বাইরে থেকে পুল করলেন। চার! এগিয়ে এসেছিলেন, লেগস্টাম্পে বল, লেগ-গ্লান্স করে চার মারলেন ঋদ্ধি! ডট। হালকা ফ্লিক। ডট। এগিয়ে এসেছিলেন, কিন্তু অফের বাইরে, ঋদ্ধি ছেড়ে দিলেন। ডট। পয়েন্টে খেললেন।

 

 

ডট। অনেকটা ঘুরে পূজারার ব্যাট এড়িয়ে গেল। ডট। ব্লক করলেন। এক। একস্ট্রা-কভারে খেললেন। তিন। পয়েন্টের ওপর দিয়ে উড়ে গেল, ব্যাটের মাঝখানে লাগেনি। ডট। ব্লক করলেন। ডট। পূজারার সামনের প্যাডে লাগল, ভয়ংকর অ্যাপীল করলেন, আম্পায়ার সাড়া দেননি, অফের বাইরে লেগেছিল।

 

 

ওয়াইড। অফের বাইরে। ডট। লেগকাটার, পূজারা দাঁড়িয়ে খেলার চেষ্টা করলেন ও বীট হলেন। চার! এবার আর ভূল হয়নি, সামান্য শর্ট, স্কোয়্যারকাট, সীমানার বাইরে! ডট। অফের বাইরে, ছেড়ে দিলেন। এক। পুল করলেন, একটু আগে খেললেন, রান হল। ডট। লেগের ওপর ইয়র্কার চেষ্টা করলেন, খোঁচা লেগে পয়েন্টে। ডট। পেছনের প্যাডে লাগল, কিন্তু বেরিয়ে যেত, আবেদন নাকচ হল।

 

 

ডট। ব্লক করলেন। ডট। কভারে ঠেললেন। এক। গ্রিপ আলগা করে শর্ট মিড উইকেটে খেলেই দৌড়লেন পূজারা, নিখুঁত সঙ্গত ঋদ্ধির। ডট। অনেকটা ঘুরল, ঋদ্ধি খেলতে গিয়ে বীট হলেন। ডট। এবার আত্মবিশ্বাসের সঙ্গে ব্লক করলেন। ডট। ব্লক করলেন।

 

 

ডট। অফের বাইরে, পূজারা ছাড়লেন। চার! দুর্দান্ত শট, পূজারার প্রিয় স্কোয়্যারকাট, সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন শটের। এক। মিড উইকেটে খেলে দৌড়। দুই। শর্ট কভারে ঠেলে দৌড়লেন, পূজারার ডাইভ, মাহমুদউল্লাহ্‌-র ওভারথ্রো, দুই পেলেন ঋদ্ধি। ডট। পয়েন্টে খেললেন। ডট। ব্লক করলেন।

 

 

ডট। তাস্কিনের বদলে শাকিব এবার, ফ্লাইট করালেন, রায়না ব্লক করলেন। আউট! সুইপ করতে গেলেন রায়না, কিন্তু সোজা গ্লাভস ঘেঁষে মুশফিকুরের হাতে! অসাধারণ ক্যাচ! ডট। মাটিতে মিশিয়ে দিলেন ঋদ্ধি। এক। ফ্লিক করেই দ্রুত দৌড় ঋদ্ধির। এক। ফ্লিক করে রান পেলেন পূজারা। ডট। ব্লক করলেন।
আউট! রায়না কট মুশফিকুর বোল্ড শাকিব ২৫(২৫)!

 

 

ডট। অফের বাঈরে, রায়না ছেড়ে দিলেন। এক। ডীপ মিড উইকেটে ঠেলে সিঙ্গল। ওয়াইড। অফের অনেক বাইরে। ডট। অফের বাইরে, ছেড়ে দিলেন পূজারা। ডট। অফের বাইরে, আবার ছাড়লেন। ডট। আবার অফের বাইরে, আবার ছাড়লেন। ডট। এবার ব্লক করলেন। ডট। নিখুঁত লাইন মোর্তাজার, পূজারা আবার ছেড়ে দিলেন।

 

 

ডট। দ্রুতগতিতে এল, কিন্তু রায়না ঠিকভাবেই নামালেন। ওয়াইড। বাউন্সার, রায়না ছেড়ে দিলেন। এক। শর্টপিচ, বেশি বাউন্স করেনি, রায়না একটা আধা-পুল গোছের শট মারলেন। ডট। পয়েন্টে ঠেলে রান নেওয়ার চেষ্টা করলেন পূজারা, রায়না ফেরত পাঠালেন রায়না। এক। ফ্লিক করলেন। এক। গ্লান্স করে সিঙ্গল পেলেন রায়না। ডট। বাউন্সার, পূজারা পেছনে ঝুঁকে ছেড়ে দিলেন।

 

 

ডট। কোনাকুনি বেরিয়ে গেল, খোঁচা দিতে গিয়েও দিলেন না। ডট। লেগস্টাম্পে বল, রান হয়নি। ডট। রক্ষণাত্মকভাবে খেললেন রায়না। ডট। আবার লেগে বল, আবার রান হয়নি। ওয়াইড। লেগের বাইরে, ভারতের পঞ্চাশ। এক। মিডলস্টাম্পে বল, খোঁচা লেগে থার্ডম্যানে গেল। ডট। কভারে ঠেললেন পূজারা।

 

 

 

দুই। পূজারা অনায়াসে স্কোয়্যারকাট করলেন। ডট। অনেক ওপরে, পূজারা নিচু হলেন, ওয়াইড নয়। ডট। তাস্কিনের বলে পূজারা খোঁচা দিলেন, কিন্তু দ্বিতীয় স্লিপের সামনে পড়ল। ওয়াইড। লেগস্টাম্পের বাইরে। এক। আবার কাট করলেন, হয়ত বেশি রান হত, কিন্তু শাকিব দুর্দান্তভাবে থামালেন। এক। রায়না “ইনসাইড-আউট” মারার চেষ্টা করলেন, জমেনি। ডট। ব্লক করে রান নেওয়ার চেষ্টা করলেন, হয়নি।

 

এক। অল্‌-অমীনের জায়গায় মোর্তাজা; লেগের ওপর বল, মিড উইকেটে খেললেন রায়না। ওয়াইড। লেগস্টাম্পের বাইরে। ডট। পূজারা মিড-উইকেটে ঠেললেন, রায়না প্রায় আত্মঘাতী রান নেওয়ার চেষ্টা করে শেষমুহূর্তে ফিরলেন। ডট। ব্লক করলেন। এক। বুকের কাছে উঠে এসেছিল, কোনওমতে নামালেন পূজারা। দুই। অনড্রাইভ। দুই। ব্যাকওয়র্ড পয়েন্টে খেললেন, তাস্কিন ডাইভ দিয়ে আটকালেন।

 

 

ডট। অফের বাইরে, পূজারা ছেড়ে দিলেন। ডট। ব্লক করছেন। ডট। আবার অফের বাইরে, আবার ছেড়ে দিলেন।

 

 

চল্লিশ ওভারের ম্যাচ। ইনিংস-বিরতি কুড়ি ওভারের।

 

 

উথাপ্পা ৫ রাহানে ৩ পূজারা ৭* রাইডু ১ তিওয়ারি ০* রায়না ১৫*
মোর্তাজা ৪-১-৭-১ অল্‌-অমীন ৬-১-২৩-১ তাস্কিন ২.৩-০-৪-১

 

 

ডট। শর্টপিচ, ঢুকে এলেও পূজারা ছাড়লেন। ডট। গ্রিপ আলগা করে মিড উইকেটে খেললেন। দুই। দারুণ স্কোয়্যারকাট, থার্ডম্যান ফিল্ডিং করলেন।

 

 

এক। থার্ডম্যানে স্টিয়র করলেন। চার! অফের বাইরে, স্কোয়্যারকাট, স্বস্তির বাউন্ডারি ভারতের। চার! লেগস্টাম্পে, ফ্লিক করে চার! ওয়াইড। অফের অনেক বাইরে, যদিও রায়না চালিয়েছিলেন। চার! ব্যাকফূটে কভারড্রাইভ! এক। থার্ডম্যানে খেললেন। এক। থার্ডম্যানে খেললেন।

 

 

ডট। মিড-অফে খেললেন রায়না। ডট। প্যাডে লাগল, তাস্কিন আবেদন জানালেন, কিন্তু ব্যাটে লেগেছিল। ডট। শর্টপিচ, রায়না ছেড়ে দিলেন। ডট। ব্লক করলেন। লেগবাই। ফ্লিক করতে গিয়ে ফসকালেন, কিন্তু রান পেলেন। ডট। সোজা খেললেন পূজারা।

 

 

এক। পয়েন্টে খেলে দৌড়লেন মনোজ। লেগ-বাই। ফ্রন্টফূটে খেললেন, প্যাডে লাগল, রান পেলেন। আউট! বাইরের বল অকারণে তাড়া করলেন মনোজ, সোজা দ্বিতীয় স্লিপে আনামুলের হাতে! ডট। শর্টপিচ, লেগে কোনওমতে খেললেন রায়না। এক। ব্যাকফূটে ফ্লিক করলেন। ডট। অফের বাইরে, ছেড়ে দিলেন পূজারা।
আউট! তিওয়ারি কট আনামুল বোল্ড অল্‌-অমীন ২(৬)!

 

 

ডট। বাইরের বল, তিওয়ারি পয়েন্টে খেললেন। এক। বাউন্স করালেন তাস্কিন, থার্ডম্যান থাকা সত্ত্বেও তিওয়ারি আপারকাট করতে গেলেন, থার্ডম্যানের সামনে পড়ল। ডট। বাইরের বল, পূজারা ছেড়ে দিলেন।

 

 

উথাপ্পা ৫ রাহানে ৩ পূজারা ৩* রাইডু ১ তিওয়ারি ০*
মোর্তাজা ৪-১-৭-১ অল্‌-অমীন ৪-১-৫-১ তাস্কিন ০.৩-০-০-১

 

 

আউট! তাস্কিনের প্রথম বলেই উইকেট! শরীরের খুব কাছে ছিল, বাউন্সও করেছিল, রাইডু কোনও অজ্ঞাত কারণে থার্ডম্যানে খেলার চেষ্টা করলেন, গ্লাভসে লেগে কট-বিহাইন্ড, ভারত রীতিমত বিপদে। ডট। অফের বাইরে বাউন্সার, মনোজ ছেড়ে দিলেন, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। ডট। অফের বাইরে, মনোজ খেলতে গিয়ে বীট হলেন, এবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সবাই বেরোচ্ছেন, মাঠ ঢাকার পালা।
আউট! রাইডু কট মুশফিকুর বোল্ড তাস্কিন ১(৬)!

 

 

 

 

ডট। বাউন্সার, পূজারা নিচু হয়ে ছাড়লেন। ডট। অফের বাইরে, আবার লেংথ থেকে লাফাল, আবার ছেড়ে দিলেন। এক। এগোলেন পূজারা, কিন্তু বল ব্যাটে আসতেই গ্রিপ আলগা করে লেগে খেলে দৌড়লেন, বুদ্ধিদীপ্ত সংযত ব্যাটিং। ডট। আবার ইনসুইং, তাও বাইরে ছিল, রাইডু ছেড়ে দিলেন। ডট। অফস্টাম্পের খুব কাছ দিয়ে গেল, রাইডু ঝুঁকি নিয়ে ছাড়লেন। এক। শরীর থেকে দূরে খেললেন, থার্ডম্যানে গেল।

 

 

ডট। ইনসুইং, পূজারা ব্লক করলেন। ডট। বাইরের বল ছেড়ে দিলেন। ডট। ইনসুইং, মিড-অনে আলতোভাবে খেললেন পূজারা। ডট। পয়েন্টে খেললেন। ডট। কভারে খেললেন। ডট। এক্সট্রা-কভার ড্রাইভ, এক রান।

 

 

ডট। অফের বাইরে, রাহানে কাট করতে গিয়ে মিস্‌ করলেন। আউট! রাহানে লেগে খেলতে গেছিলেন, কিন্তু অল্‌-অমীনের বল অনেকটা বাউন্স করল; ব্যাটের ওপরদিকে লেগে স্লিপে নাসিরের হাতে! ডট। বাইরের বল, রাইডু ছেড়ে দিলেন। লেগ-বাই। বল আবার লাফাল, প্যাডে লেগে পয়েন্টে গেল। ডট। অফের বাইরে, পূজারা ছাড়লেন। এক। মিড উইকেটে ঠেলে দৌড়লেন।
আউট! রাহানে কট নাসির বোল্ড অল্‌-অমীন ৩(১৮)!

 

 

 

ডট। উথাপ্পা অফে সামান্য সরে এসে সোজা খেললেন। ডট। অফের বাইরে, ছেড়ে দিলেন। ডট। ইনসুইং, ব্লক করলেন। ডট। ইনসুইং ও বাউন্সার, উথাপ্পা ছেড়ে দিলেন। আউট! ওভারপিচ, উথাপ্পা শরীর থেকে দূরে চালালেন, বল ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে, মাথার ওপর ধরলেন নাসির! ডট। আবার দারুণ বল, ইনসুইং, যথেষ্ট বাউন্স ছিল, পূজারা ছেড়ে দিলেন, উইকেট-মেডেন!
আউট! উথাপ্পা কট নাসির বোল্ড মোর্তাজা ৫(১৩)!

 

ডট। বাইরের বল, রাহানে ছেড়ে দিলেন। দুই। আবার ক্রিজ ছেড়ে বেরোলেন, এবার ফ্লিক করে ডীপ স্কোয়্যারলেগে পাঠিয়ে রান পেলেন। ডট। রাহানে ফরোয়ার্ড খেলতে গেলেন, কিন্তু অল্‌-অমীনের বিখ্যাত বাউন্স গ্লাভসে লাগল। ডট। এবার আরও বেশি বাউন্স ছিল, বল সোজা রাহানের বাড়ানো ব্যাট এড়িয়ে গেল, মুশফিকুর মাথার ওপর ধরলেন। ডট। এবার সামান্য আত্মবিশ্বাসের সঙ্গে অফে খেললেন। ডট। বাইরে, রাহানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালালেন, বলের ধারেকাছেও যেতে পারেননি।

 

 

ডট। মোর্তাজা যথারীতি দারুণ সুইং করাচ্ছেন, উথাপ্পা এগিয়ে এসেছিলেন ইনসুইং সামলাতে, কিন্তু ব্যাটের খানিকটা দূর দিয়ে গেল। এক। আবার ইনসুইং, উথাপ্পা মিড-অনে খেলে দৌড়লেন। ডট। ডিফেন্ড করতে গেলে রাহানে, ব্যাটের কানায় লেগে বল লেগের দিকে গেল। ডট। আবার ইনসুইং, রাহানে আলতোভাবে ড্রাইভ করলেন। ডট। ক্রীজ ছেড়ে বেরোলেন রাহানে, কিন্তু বল সোজা কভারের হাতে। এক। খানিকটা অধৈর্য হয়েই মারলেন, বল শূন্যে ছিল, কিন্তু পয়েন্টের পাশ দিয়ে নিরাপদে বেরিয়ে গেল।

 

 

ডট। অফকাটার, রাহানে ব্লক করলেন। ডট। লেগের ওপর, রাহানে ফ্লিক করলেন, কিন্তু স্কোয়্যারলেগে মিঠুন থামালেন। ডট। অফের বাইরে, ছেড়ে দিলেন। ডট। অফের বাইরে হালকা আউটসুইং, রাহানে খেলতে গিয়ে বীট হলেন। ডট। এবার গূড লেংথ, পিচে পড়ে অফের দিকে বেরিয়ে গেল, খোঁচা লাগেনি, অল্পের জন্য বাঁচলেন রাহানে। ডট। আবার অফের বাইরে, রাহানে কাট করলেন, কিন্তু টাইমিং হয়নি, মেডেন পেলেন অল্‌-অমীন

 

 

ডট। সামান্য শর্টপিচ, উথাপ্পা ব্লক করলেন। ডট। বাইরের বল, ছেড়ে দিলেন। ডট। আবার বাইরে, আবার ছেড়ে দিলেন। ডট। এবার উইকেটে, ব্যাকফূটে খেললেন। চার! অফের বাইরে ওভারপিচ, দারুণ কভার-ড্রাইভ! ডট। হঠাৎ লাফালেও উথাপ্পা নিরাপদে নামালেন।

 

 

বাংলাদেশ: মুশফিকুর (অধিনায়ক ও উইকেটরক্ষক), তামিম ইকবাল, আনামুল হক, মিঠুন আলি, শাকিব অল্‌-হাসান, মহম্মদ মাহমুদউল্লাহ্‌, নাসির হোসেন, সোহাগ গাজি, মশরফে মোর্তাজা, তাস্কিন আহমেদ, অল্‌-অমীন হোসেন।
ভারত: সুরেশ রায়না (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিন উথাপ্পা, অজিঙ্ক্য রাহানে, চেতেশ্বর পূজারা, অম্বাতি রাইডু, মনোজ তিওয়ারি, স্টুয়ার্ট বিনি, অক্ষর পটেল, মোহিত শর্মা, উমেশ যাদব।

 

 

TRENDING NOW

ভারত টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে