Cricket Country Staff
Editorial team of CricketCountry.
Written by Cricket Country Staff
Published: Mar 16, 2016, 12:57 PM (IST)
Edited: Mar 16, 2016, 01:17 PM (IST)
T20 2016 বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের যাওয়া অবধারিত ছিল। শেষ ম্যাচে ওমানকে বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ অনায়াসে দ্বিতীয় রাউন্ডে আসে। এবার ব্যাপারটা এতটা সুবিধের হবে না, তাদের সামনে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। বুধবার দুপুরে যখন তারা কলকাতার ঐতিহাসিক ইডেন উদ্যানে আফ্রিদির পাকিস্তানের সম্মুখীন হবে, রেকর্ড তাদের হয়ে কথা বলবে। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ শেষ পাঁচটা ম্যাচে পাঁচবারই পাকিস্তানকে হারিয়েছে। এশিয়া কাপে আমির-সরফরাজ-মালিকের প্রতিরোধ সত্ত্বেও পাকিস্তানকে হারাতে তাদের আদৌ অসুবিধে হয়নি। LIVE CRICKET SCORECARD: Pakistan vs Bangladesh,14th T20 Match, Super 10 Group 2, ICC T20 World Cup 2016
প্রতিযোগিতার শুরু থেকেই পাকিস্তান কলকাতায় আছে, কারণ তাদের মতে কলকাতা ধর্মশালার থেকে নিরাপদ জমি। কিন্তু ইডেনের ৬৬,০০০ দর্শক যখন প্রতিবেশী, সমভাষী বাংলাদেশের সমর্থনে চিৎকার করবে, তা হয়ত পাকিস্তানের বিপক্ষে যাবে। ALSO READ: Pakistan vs Bangladesh, T20 World Cup 2016, Match 14 at Eden Gardens: Mohammad Aamer vs Tamim Iqbal and other Key Battles
মুস্তাফিজুর খেলবেন কিনা তা নিয়ে এখনও বাংলাদেশ শিবির থেকে সবুজ সঙ্কেত আসেনি। না খেললে খানিকটা চিন্তার বিষয় বৈকি। তবে মুস্তাফিজুর ছাড়াও বাংলাদেশের ভাঁড়ারে যথেষ্ট অস্ত্রশস্ত্র মজুত আছে। এগারোজন সাধ্যমত খেললে তারা যেকোনও দলকে হারানোর ক্ষমতা রাখে। দেখা যাক্, আজ কারা কারা বাংলাদেশের হয়ে খেলতে পারেন।
টপ-অর্ডারঃ ওমানের বিরুদ্ধে দুরন্ত শতরানের পর তামিমের ফর্ম নিয়ে আদৌ কোনও সন্দেহ নেই। পাকিস্তানের বিরুদ্ধে আজ তামিম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। তামিমের সঙ্গে থাকবেন প্রতিভাবান্ সৌম্য আর মারমুখী ‘প্যান্থার’ সাব্বির, যিনি সদ্যসমাপ্ত এশিয়া কাপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন।
মিডল-অর্ডারঃ শাকিব-মুশফিকুরের দৌলতে বাংলাদেশের মিডল-অর্ডার মোটামুটি পোক্ত। এছাড়াও আছেন এশিয়া কাপে দুরন্ত ফর্মে থাকা মাহমুদউল্লাহ্, যাঁকে কোনও এক অজ্ঞাত কারণে নিচে পাঠানো হয়। বল হাতেও মাহমুদ সম্প্রতি যথেষ্ট সাফল্য পেয়েছেন।
লোয়ার-অর্ডার ও বোলারঃ ‘ম্যাশ’ মোর্তাজার নেতৃত্ব, বোলিং, এমনকি ব্যাটিংএর প্রতিভা নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। কলকাতায় বল সাধারণতঃ ঘোরে, তাই বাংলাদেশ হয়ত হায়দারের বদলে নাসিরকে খেলাতে চাইবে, যদিও মুস্তাফিজ না খেললে হয়ত হায়দারও খেলতে পারেন। মোর্তাজা-তাস্কিন-অল্-অমীনের সঙ্গে শাকিব-নাসির-মাহমুদ মিলে টাইগারদের বোলিং আক্রমণ রীতিমত মারাত্মক।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম, সৌম্য, সাব্বির, শাকিব, মুশফিকুর (উ), মাহমুদউল্লাহ্, মোর্তাজা (অ), নাসির, অল্-অমীন, তাস্কিন, মুস্তাফিজুর (যদি ফিট থাকেন)/হায়দর।
This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.
Strictly Necessary Cookie should be enabled at all times so that we can save your preferences for cookie settings.
If you disable this cookie, we will not be able to save your preferences. This means that every time you visit this website you will need to enable or disable cookies again.